ইন্টারনেট দিয়ে কী আসলেই উপার্জন সম্ভব ? প্রশ্নের উত্তর এই মেগা টিউন এ।

ইন্টারনেট দিয়ে কী আসলেই উপার্জন সম্ভব ? প্রশ্নের উত্তর এই মেগা টিউন এ।
আসসালামু আলাইকুম। যারা এস ই ও , গ্রাফিক্স এর কাজ জানেন না এবং সহজে ইন্টারনেট থেকে আয় করতে চান তাদের জন্য ।

প্রথমেই বলে নেই, আমার এই টিউনটিকে


  • কখনই ফ্রিল্যাঞ্চিং এর বিকল্প হিসেবে মনে করা করা যাবে না। 
  • আবার রাতারাতি কাড়িকাড়ি টাকা তৈরি করার কোন মেশিনের ম্যানুয়াল ও ভাবা যাবে না। 
  • বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার কোন শর্টকাট পথ হিসেবে চিন্তা করা যাবে না।

সবাই আশা করি ভাল আছেন।
সহজে ইন্টারনেট থেকে আয়  দুই ভাবে করা যায়
মিনি জব করে এবং পি টিসি সাইটে

মিনি জবঃ
এটাতে কাজ হল মোটামুটি এই রকম , আপনাকে তারা কোন website এ ডুকতে বলে আর সেখান থেকে আপনাকে হয়তোবা কোন প্যারা এর শেষ শব্দ লিখতে বলবে, অথবা আপনাকে টেক্সট ফাইল ডাউনলোড করতে বলবে আর সেখনে কি লেখা আছে জানতে চাইবে । এইসব কাজ থেকে কোন কোন সময় এক কাজেই ১ থে দুই ডলার আয় করা যায় । এইরকম অনেক সাইট আছে যেগুলা গুগলে সার্স দিলেই পাবেন । এইরকম একটি সাইট জবসবয় ডট কম।


পিটিসি সাইটঃ
PTC -শব্দের অর্থ হচ্ছে Paid To Click । এই PTC এর কাজ নিয়ে আমাদের মধ্যে কিছু অর্ধসত্য ধারণা প্রচলিত আছে। গুনীজনেরা বলে গেছেন, অর্ধসত্য মিথ্যা অপেক্ষা ভয়ংকর। এখানে ও ঠিক তাই । আমাদের প্রচলিত ধারণাগুলো হলো যত ক্লিক তত টাকা , ক্লিক করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায় । কিন্তু আসলে সবই ভুল ধারনা । প্রাথমিক পর্যায়ে এই কাজ শুরু করলে স্বাভাবিক অবস্হায় মানে সল্প পরিশ্রমে এর মাধ্যমে খুব বেশি আয় করা যায় না । তবে পরিশ্রম করলে ও ধৈয ধরলে এবং Refer করে আয় বৃদ্ধি করা যায় ।

ইন্টারনেট এ ক্লিক এর উপর হাজার হাজার সাইট আছে । কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এগুলোর ৯০% এ ভুয়া । এগুলোতে ক্লিক করলে আপনি ঠিক এ একাউন্ট এ ব্যালান্স দেখতে পাবেন । কিন্তু ই দেখা পর্যন্ত এ সীমাবদ্ধ । ওই টাকা আপনি আর তুলতে পারবেন না । হাতে ও পাবেন না ।

আমার দেখা কয়েকটি পিটিসি সাইট… বাজারের সবচেয়ে বেশি পেমেন্টকারি
আমি আপনাদের কয়েকটি সাইট সম্পর্কে জানাব যারা টাকা পেমেন্ট করে আর যারা করে না ।


যারা পেইড করে 
আমার দেখা কম্পক্ষে ১০০ সাইট এর মধ্যে এই কয়েকটি সাইট পেয়েছি যারা টাকা দিয়ে থাকে । বিস্তারিত লিখব না , শুধু নাম ও লিঙ্ক দেব ।

সাইট ১= টাকা পেইড করার জন্য বিখ্যাত সাইট clicsense । এটি থেকে খুব বেশী আয় করতে হয়তবা পারবেন না কিন্তু এটি টাকা দেবেই । নিয়মিত কাজ করলে মাসে 30$ এর মত আয় করতে পারবেন । কিন্তু অনেকেই মিনি জব করতে পরে না বলে আয় বেশী হয় না ।
এই সাইট থেকে ইনকাম করতে এখানে ক্লিক করুন 

সাইট২= এর নাম neobux । এটাও টাকা পেইড করে । মিনি জব করে মাসে ২০ থেকে ৩০ ডলার ইঙ্কাম করতে পারবেন ।
এই সাইট থেকে ইনকাম করতে এখানে ক্লিক করুন

সাইট ৩=  এর নাম trafikmoonsun , টাকা দেয় , এর সবথেকে বড় শুবিধা হল আপনার রেফারে যারা ঢুকবে তাদের কাজের ১০০% আপনিও পাবেন । রেফার কিনতে তো পারবেন ই ।
কাজ শুরু করার ৩ মাসের মাঝে আপনি সিওর মাসে ৩০ ডলার ইনকাম করতে পারবেন
এই সাইট থেকে ইনকাম করতে এখানে ক্লিক করুন

সাইট ৪= এর নাম কায়াডস , টাকা দেয়ার জন্য এটাও বিখ্যাত । এটাতে রেন্ট রেফারেল এক্টিভ তাই অনেক ইঙ্কাম হবে ।
এই সাইট থেকে ইনকাম করতে এখানে ক্লিক করুন

যারা টাকা দেয় না
অনেক সাইট আছে যারা টাকা দেয় না । এদের নুন্যতম টাকা তোলার টাকা হলে বোঝা যায় যে এরা টাকা দেয় না । আবার অনেকে আছে যারা একবার পেইড করে এই জন্য যেন আপনারা আরও অনেক কে ঢুকাতে পারেন । যাই হক আমি এই কয়েকটা সাইটে কাজ করে কোনো টাকা পাই নাই ।
zeabux.com, herafi.com, bestclicx.com, monybux.com, monibux.com, grandclix.com, PTCNZMaxed.com, EightClix.com,OxyBux.com,DigAdz.com, LucentBUX.com, এছারা আরো অনেক যা এখন মনে পরছে না

পরিশেষে এটা বলতে চাই অনেক সাইট থেকে টাকা ইনকাম করতে পারবেন , উপরের সাইট ছারাও তবে কোন সাইটে কাজ করার আগে খোজ নেবেন ।