টিউন ৯ঃডাউনলোড করে নিন WinUtilities Professional Edition v11.33 (আপডেট ভার্সন সাথে সিরিয়াল কী)

ডাউনলোড করে নিন WinUtilities Professional Edition v11.33 (আপদেট ভার্সন সাথে সিরিয়াল কী)
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের দেব এমন একটি সফটওয়্যার যাতে রয়েছে জাঙ্ক ফাইল ক্লিনার, রেজিস্ট্রি ক্লিনার, মেমোরি অপটিমাইজার, সিস্টেম ইনফরমার, রেজিস্টারি ব্যাকআপ, সেফ আনইন্সটলার, ডুপলিকেট ফাইল ফাইনডার ও আরও কত কি। সফটওয়্যারটির নাম WinUtilities PRO 11.33। আমি এটির ইন্সটলার ও সিরিয়াল কী দেব। কোন প্যাচ বা ক্র্যাক নয়। তাই ভাইরাসের কোন চিন্তা নেই।
2013-12-19_09-31-41
details
File Version: 11.33
File Size: 6.09 MB
System Requirements: Windows XP, Vista, Win7, Win8/8.1 and later versions (both 32-bit and 64-bit)

Setup File ডাউনলোড করুন এখানে ক্লিক করে ।

সিরিয়াল কী ডাউনলোড করুন এখান থেকে ।

ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
Read more ...

টিউন ৮ঃনিয়ে নিন লেখাকে এনিমেশন এবং ছবিকে এনিমেশন করার দুটি সফট (১টি 3D অপরটি 2D)

নিয়ে নিন লেখাকে এনিমেশন এবং ছবিকে এনিমেশন করার দুটি সফট (১টি 3D অপরটি 2D)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
3d
১। লেখাকে 3D আকারে এনিমেশন তৈরি করতে Insofta 3D Text Commander কোন জুড়ি নেই। তাহলে আর দেরি এখান থেকে ডাউনলোড করে নিন।
Insofta 3d text commandar 
size : 12mb
এই সফটওয়ারের সুবিধা হল ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই পোর্টেবল তো তাই, সাইজ মাত্র ১২ মেগাবাইট।
ডাউনলোড করে ওপেন করুণ।
তারপর চালু করুণ
এবার Text বক্স বাংলা লিখতে হলে MS Word থেকে এ বাংলা লিখে এখানে পেষ্ট করে দিলে হবে তারপর ফন্ট বক্স থেকে SutonnyMJ সিলেক্ট করে দিন।
এবার আপনার পছন্দের লেখার কালার/ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করুন।
এবার ছবি কে সেভ করতে হলে Save Animationবাটনে ক্লিক করে পছন্দের ফরম্যাট সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুণ।
সেভ হতে একটু সময় নিবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুণ। এভাবে Camera & Position,, Light, Shadow ও Refection বাটনে ক্লিক করে আপনার 3D লেখাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
নিচের আমার উপরের নিয়মে তৈরি করা 3D এনিমেশন।
2d
২। লেখাকে এনিমেশন এবং ছবিকে এনিমেশন দিতে হলে Animate Gif দারুণ একটি সফটওয়ার । এটাও 3D এর মত পোর্টেবল তাই ইন্সটল দেওয়ার কোন ঝামেলা নেই।
সফটওয়ার এখান থেকে ডাউনলোডকরে নিন
Animate GIF.rar
size : 80 kb
তারপর চালু করুণ।
এবার আমরা যে ছবিগুলো দিয়ে এনিমেশন তৈরি করব ছবি গুলো উপরের টেনে ফেলে দিন।
উপরের লাল দাগ দিয়ে দেখানো মত কাজ করুণ আর সবশেষ Animate বাটনে ক্লিক করুণ ।
সেভ ডায়ালগ বক্স আসবে এবার যে কোন একটি নাম দিয়ে Save করে রাখুন।
বিঃদ্রঃ ছবি আর লেখাগুলো ফটোশপে কাজ করে একই মাপে দিতে হবে না হলে এনিমেশন হবে কিন্তু ছবিগুলো ছোট বড় থাকার কারনে এনিমেশন সুন্দর হবে না।
ভাল লাগলে মন্তব্য জানাতে ভুলবেন না।
আজ এই পর্যন্ত।
ডাউনলোড নিয়ম
Capture
Read more ...

টিউন ৭ঃআর নয় ক্র্যাক/পাথ নয় ডাউনলোড করে নিন IDM ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন

আর নয় ক্র্যাক/পাথ ডাউনলোড করে নিন IDM  ফুল ভার্সন সফটওয়্যার ।$29.95 ডলার সাশ্রয় করুন
download (3)
অনেকেই আই.ডি.এম (Internet Download
Manager) নাম কম বেশী শুনেছেন।
ইন্টারনেট ডাউনলোড মেনেজার
সবচাইতে ভাল কাজ করে মজিলা ফায়ারফক্স এ । কারন মজিলায় IDM এর একটি এডঅন লোড
হয়। আর যারা সবসময় ইন্টারনেট ব্যবহার করেন না কিন্তু এমন সব
সফ্টওয়্যার আছে যেগুলো নেট থেকে সরাসরি ডাউনলোড হয় কিন্তু
ডাউনলোড ফাইল থাকে না। ওই ফাইলটি নিজ থেকেই IDM
ডাউনলোড শুরু করে দেয়। যারা ব্যবহার করেন তারা তো ভালভাবেই জানেন এর
সুবিধা।কিন্তু বেশিভাগ রাই ক্রাক ভার্সন ব্যবহার করেন।  কিন্তু ক্রাক ভার্সনে অনেক সমস্যা হয়।  তাই এই ফুল ভার্সন ব্যবহার করুন যা রেজিস্ট্রেসন করার দরকার নাই    আর যারা ব্যবহার করেন না তাদের জন্য এর ফিচারগুলো আমি তুলে ধরব
ডাউনলোড লিঙ্ক:-  এখানে ক্লিক করুন  ।।
Internet Download Manager Feature:
১। আপনি কোন ভিডিও টিউটোরিয়াল দেখছেন কোন ওয়েবসাইট এ সেটি আপনি ডাউনলোড করতে চাইলেন দেখলেন যে ডাউনলোড দেওয়া নেই। কি করবেন তাই না? চিন্তা নেই আপনার যদি IDM থাকে তাহলে দেখবেনযে অটোমেটিক আপনার ইউআরএল এডাউনলোড লিংক এসে গেছে।
২। আপনি একটা ফাইল ডাউনলোড করছেন তাতে রিজিউম সাপোর্ট নেই। ফাইলটি ডাউনলোড করতে করতে কোন কারন বশত বন্ধ হয়ে গেল কি করবেন তাই না? যদি IDM থাকে তাহলে সহজেই আপনি রিজিউম করতে পারবেন।
আপনি যে ফাইলটি ডাউনলোড দিয়েছিলেন সেই ফাইলটির
ডাউনলোড লিংকটি পুনরায় নিয়ে (অর্থাৎ যেখান থেকে ডাউনলোড দিয়েছিলেন) বন্ধ হওয়া ফাইলটির Properties
টি গিয়ে Address এ শুধু পেষ্ট করে দিন। তারপর রিজিউম লেখাতে ক্লিক করুন।দেখবেন
ফাইলটি আবার ডাউনলোড শুরু হয়ে গেছে।
৩। গ্রাব্যার প্রজেষ্ট যার মাধ্যমে আপনি একটি ওয়েব সাইটের সমস্ত ফাইল অর্থাৎভিডিও,অডিও,টেক্সট
ইত্যাদি একটি ক্লিকের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।
৪। Scheduler এর মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়ে আপনার পূর্বের বন্ধ করা ডাউনলোড ফাইল শুরু করতে পারবেন কিংবা নির্দিষ্ট সময়ে তা বন্ধ করতে পারবেন। শুধু তাই না একটি নির্দিষ্ট সময়ে আপনি আপনার কম্পিউটারটাও
বন্ধ করে দিতে পারবেন।
৫। যেকোন নতুন ব্রাউজার এড করলে তা সাথে সাথে IDM এর সাথে কানেকটেক্ট হয়ে যাবে। এবং ইচ্ছা করলে আপনি আপনার ডাউনলোডকৃত ফাইলের লিষ্টটা এডিট করতে পারবেন। অর্থাৎ আপনি কি কি ফাইল অটোমেটিকলি ডাউনলোডন করবেন তার লিষ্ট ।
৬। অটোমেটিক এন্টি ভাইরাস চেকিং এর মাধ্যমে আপনার ডাউনলোড করা ফাইলটি কে ভাইরাস
সম্পকে সচেতন করে।

ডাউনলোড লিঙ্ক:-  এখানে ক্লিক করুন  ।।

ডাউনলোড করার নিয়ম:-

download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
Read more ...

টিউন ৭ঃPC তে DU speed meter এর ক্রাক ফাইল সমস্যার সমাধান

DU speed meter এর ক্রাক ফাইল সমস্যার সমাধান
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের কে du speed meter এর ক্রাক ফাইল এর সমস্যা এর সমাধান নিয়ে আলচনা করব। DU METER সম্পর্কে যারা যানেন না তাদের কে বলি যে DU miter এর সাহায্যে পিসিতে ইন্টারনেট স্পীড জানতে পারি এবং নেট কানেকশন ঠিক আছে কিনা তা বুঝতে পারি । এ নিয়ে আর বেশি কিছু বলতে চাই না।
download (4)

আমরা জানি DU MITER ১মাসের জন্য ট্রায়াল দেয়া থাকে এবং এক মাসের পর রেজিস্ট্রেশান করতে বলে । ফলে ১ মাস পর আর এটি কাজ করে না। ফলে এর ব্যবহার করা আর কারও সম্ভব হয় না । ফলে এর জন্য কিছু এক্সপারট ক্রাক ফাইল বের করে এবং সবার জন্য উন্মুক্ত করে দেয় যেন এটা সবাই all time ব্যবহার করতে পারে ।
কিন্তু এটা ব্যবহার করার জন্য কিছু নিয়ম মেনে ইনস্টল করতে হয় এবং মুল ফাইল টীকে ক্রাক ফাইল দ্বারা change করতে হয় । ফলে যেটা সমস্যা হয় সেটা হল যে এই ফাইল সেটিং টা অনেকেই করতে পারে না । তাই তারা ১ মাস এর পর আর অনেকেই ব্যবহার করতে পারে না ।
তাই আমি এখানে আলচনা করবো কিভাবে ক্রাক ফাইল সেটিং করতে না পারলেও ১ মাস পর ও ব্যবহার করবেন ।
প্রথমে এই ফাইল টি ডাউনলোড করেন
যদি ক্রাক ফাইলটি সেট করতে পারেন তাহলে তো ভালই না হলে নিচের মত অনুসরন করুন ।
১। আপনার DU meter এর ১ মাসের ট্রায়েল শেষ হবার পর ১ দিন অপেক্ষা করুন । তারপর DU METER uninstall করুন । ফুল আনইন্সটল করার জন্য পিসি রিস্টার্ট দিন ।
২। এরপর রেজিস্ট্রি ক্লিনার দিয়ে পিসির রেজিস্ট্রি ক্লিন করুন । আবার পিসি রিস্টআর্ট দিন
৩। এবার আবার DU METER install দিন এবারে দেখবেন আপনার ১ মাসের ট্রায়াল আবার শুরু হয়েছে । আমি নিজেও এভাবে ব্যবহার করি । ১০০% কাজ করবে ।
registry cleaaner না থাকলে এখনে ক্লিক করুন । ভাল থাকবেন
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
আরও পড়ুন
Read more ...

টিউন ৬ঃএখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান

এখন PC/LAPTOP এ android এর গেম খেলুন বা অ্যাপ চালান (100% working)
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আপনাদের কাছে পিসির জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এলাম যা দিয়ে আপনারা আপনাদের pc/laptop এ androoid গেম খেলা বা অন্যান্য অ্যাপ চালাতে পারবেন । আপনারা নিশ্চয় বিশ্বাস ই করতে পারছেন না
। কিন্তু এটাই সম্ভব করে দেখিয়েছে ১৩  mb এর এই সফটওয়্যার টি । আমি অনেকদিন থেকে এটা দিয়ে গেম খেলছি । আজ আপনাদের জন্য শেয়ার করছি । সময়ের অভাবে বেশি কিছু লিখতে পারছি না । কিন্তু কাজ করবে  ১০০%।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
size : 12.9 mb
file
ইন্সটল ফাইল খুব বেশি হবে না কিন্তু আপনাকে ইন্সটল করার সময় সেই drive এ ২ gb এর উপর ফাকা থাকতে হবে
আশা করি উপক্রিত হবেন । সমস্যা হলে জানবেন ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
আরও পড়ুন
Read more ...

টিউন ৫ঃনিয়ে নিন Splash Pro ভার্সন 1.13.2 – প্রিএকটিভেটেড

নিয়ে নিন  Splash Pro  ভার্সন 1.13.2 – প্রিএকটিভেটেড

কেমন আছেন বন্ধুরা? শীতের আবেশ প্রায় শেষের দিকে, কেমন জানি নতুনের হাতছানি চারিদিকে, তুবুও দিনগুলো হয়ত সবারই খুব ভালই কাটছে, ভালো কাটুক এই শুভ কামনায় আমার আজকের এই টিউনমেন্ট। আজকের টিউনের মূল বিষয় হল একটি প্রিমিয়াম মাল্টিমিডিয়া প্লেয়ার Splash Pro,
যার নাম হয়ত আমার প্রায় সকল মাল্টিমিডিয়া প্রেমীরাই জানি – আমি মূলত এখানে Splash Pro এর প্রিমিয়াম ভারসন ই শেয়ার করব – Splash Pro তবে সবথেকে মজার ব্যাপার হলো  ভারসনটি  ১০০% ফুল ভারসন এবং তা প্রিএকটিভেটেড তাই আপনাকে Splash Pro একটিভেশনের ঝামেলা পোহাতে হবে না, শুধু ইনেষ্টল করুন আর উপোভোগ করুন এর অনন্যসুন্দর সব ফিচারস সমূহ।অডিও বা ভিডিও এর জন্য এর থেকে ভাল প্লেয়ার আছে বলে আমার জানা নেই । এর সব ফিচার লিখতে গেলে শেষ হবে না ।
splash
এর আগের ফিচার সমুহ অনেক তাই জানতে এখানে ক্লিক করুন

নতুন যা যা সংযোজিত হয়েছে Splash PRO 1.13.2?
– CUDA accelerated VC-1 video decoding fixed
– Fixed hardware accelerated VC-1 video decoding using Intel ClearVideo Technology (the latest Intel graphics drivers are required)
– Fixed WMV seeking on Windows 8
– Improved VC-1 video decoding
– Exporting stability fix (to low resolutions)
ডাউনলোড করার নিয়ম
download লিংক এ প্রবেশ করার পর get ling এ প্রবেশ করতে হবে। তারপর একটা capcha আসবে ।ফাকা ঘর capcha লেখা দিয়ে পুরোন করলে download link পাবেন ।সেখানেই click করলে ডাউনলোড হবে।
Capture
আরও পড়ুন
Read more ...

টিউন ৪ঃ windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন যেভাবে

windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন যেভাবে
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে পিসি বিষয়ক টিউনউপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় এই টিউন।
file
আমরা যারা পিসি ব্যবহার করি তাদের অনেকেই windows xp বা windows 7 ব্যবহার থেকে windows 8/8.1 ব্যবহার করায় বেশি স্বাচ্ছন্দবোধ করি । কারন windows 8/8.1 ব্যবহার করা যেমন সহজ তেমনি এর ইন্টারফেস ও ভালো । কিন্তু এর প্রধান এবং একমাত্র সমস্যা হয় start manu . । windows 7 এর স্টার্ট মেনু access করা সহজ এবং দেখতেও ভাল লাগে । আজ তাই আমি আপনাদের দেখাব কিভাবে windows 8/8.1 এর start মেনু windows xp/7 এর মত করবেন।
প্রথমে আপনাদের এই সফটওয়্যার টি  পিসিতে ইন্সটল করতে হবে।
download link
size :5.3MB
Capture
তারপর আপনার স্টার্ট মেনুর কাছে গিয়ে right বাটন ক্লিক করে সেটিং এ যাবেন । তারপর windows xp/ windows 7 / windows vista এর যে কোন একটি সিলেক্ট করেন । তারপর দেখেন আপনার পিসির স্টার্ট মেনু আপনার মনের মত হয়ে গেছে।
download করার নিয়ম
Capture
আরও উপকারি টিউন

Read more ...